২০২৪ সালে নতুন নিয়মে জন্ম নিবন্ধন আবেদন মাত্র ২মিনিটে

প্রিয় পাঠক আশা করি ভাল আছেন| আজকে আপনাদের মাঝে নতুন একটি জন্ম নিবন্ধন বিষয়ক আর্টিকেল নিয়ে হাজির হলাম| আজকে আমাদের আর্টিকেল এর বিষয়বস্তু হলো নতুন জন্ম নিবন্ধন আবেদন| প্রতিনিয়তই নতুন নতুন শিশুর জন্ম হচ্ছে| যাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা অতীব জরুরী| তাই একটি সম্পর্কে সঠিক তথ্য জানাও আমাদের গুরুত্বপূর্ণ কাজ|তাই আসুন আমরা জেনে নেই কিভাবে মাত্র দুই মিনিটেই নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে হয়|

নতুন জন্ম নিবন্ধন আবেদন

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্ম নিবন্ধন সম্পন্ন করতে হবে| 45 দিনের মধ্যে কোনভাবে সম্পন্ন করা না গেলে পাঁচ বছরের মধ্যে অবশ্যই তার সম্পন্ন করা উচিত| পাঁচ বছরের মধ্যে যদি জন্ম নিবন্ধন সম্পূর্ণ করা না হয় তাহলে যেকোনো কার্যকলাপের ক্ষেত্রে শিশু বাধাগ্রস্ত হবে| তাই শিশুর অভিভাবকের উচিত শিশু জন্মগ্রহণের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করে ফেলা| এখন আমরা জন্ম নিবন্ধন এর ধাপগুলো পর্যায়ক্রমে আলোচনা করব|

প্রথম ধাপ: নতুনভাবে জন্ম নিবন্ধনের আবেদনের জন্য আপনাকে বাংলাদেশের জন্ম নিবন্ধন নিয়ন্ত্রিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে|ওয়েবসাইটে প্রবেশ করতে এইখানে ক্লিক করতে পারেন| মোবাইল অথবা কম্পিউটার যেকোন ডিভাইস দিয়েই নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন|

নতুন জন্ম নিবন্ধন আবেদন
নতুন জন্ম নিবন্ধন আবেদন

দ্বিতীয় ধাপ:  ওয়েব সাইটে প্রবেশ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস লক্ষ্য করবেন| এখানে নিবন্ধনকারী ব্যক্তির তথ্য প্রদান করতে হবে| এছাড়াও আপনি যদি বাংলাদেশের দূতাবাস থেকে আবেদন করতে চান তাহলে এখানে টিক চিহ্ন দিন| জন্মস্থান অথবা ভাই তাই ঠিকানা যেকোনো একটি বাছাই করে পরবর্তী বাটনে ক্লিক করুন|

তৃতীয় ধাপ: পরবর্তীতে ক্লিক করার পরে নিচের মত একটি ইন্টারফেস আসবে| নিবন্ধনকারীর তথ্য অনুযায়ী সুন্দরভাবে ফরমটি পূরণ করতে হবে| এখানে নিবন্ধনকারীর ব্যক্তির নাম ,জন্মতারিখ, লিঙ্গ, জন্মস্থানের ঠিকানা ও ইংরেজি নামের প্রথম অংশ ও শেষ অংশ লাগবে|

 

২০২৪ সালে নতুন নিয়মে জন্ম নিবন্ধন আবেদন মাত্র ২মিনিটে

চতুর্থ ধাপ: সকল তথ্য ও সুন্দরভাবে প্রবেশ করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন| আপনি যদি সকল তথ্য ও সুন্দরভাবে প্রবেশ করেন তাহলে নিজের মতো একটি ইন্টারফেস লক্ষ্য করবেন| এই পেজটিতে আপনার অবশিষ্ট তথ্যগুলো পূরণ করতে হবে| তথ্য পূরণের সময় ভালোভাবে খেয়াল করবেন যেন কোন ভুল না হয়| সঠিকভাবে পূরণ করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন|

২০২৪ সালে নতুন নিয়মে জন্ম নিবন্ধন আবেদন মাত্র ২মিনিটে

পঞ্চম ধাপ: পরবর্তীতে হবে আপনার এই ধরনের একটি পেজ দেখতে পারবেন| এখানে নিবন্ধনকারীর পিতা-মাতার তথ্য সাবমিট করতে হবে| পিতা ও মাতার জন্ম নিবন্ধন নম্বর যদি থাকে তা প্রদান করতে হবে| পিতা এবং মাতা বাংলা এবং ইংরেজিতে সম্পূর্ণ নাম দিতে হবে| পিতা-মাতা জাতীয় পরিচয় পত্রের নম্বর দিতে হবে| পিতা মাতার জাতীয়তা উল্লেখ করতে হবে|

 

বিশেষ দ্রষ্টব্য: শিশুর জন্ম নিবন্ধন এর জন্য পিতা মাতার জন্ম সনদ অনলাইন করা থাকা বাধ্যতামূলক| পিতা মাতার জন্ম সনদ অনলাইনে না থাকলে শিশুর জন্ম নিবন্ধন বাতিল হওয়ার সম্ভাবনা বেশি|

২০২৪ সালে নতুন নিয়মে জন্ম নিবন্ধন আবেদন মাত্র ২মিনিটে

 

ষষ্ঠ ধাপ: পিতা মাতার তথ্য পূরণ করে পরবর্তী বাটনে ক্লিক করলে নিচের মত একটি পেজ দেখা যাবে| এখানে আপনার ঠিকানা প্রবেশ করাতে হবে| এখানে আপনি আপনার চাহিদা মত অপশন সিলেক্ট করতে পারবেন| কোন কিছু না করলে কোনোটিই নয় বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যান|

২০২৪ সালে নতুন নিয়মে জন্ম নিবন্ধন আবেদন মাত্র ২মিনিটে

সপ্তম ধাপ: এবার আপনি নিচে চিহ্নিত স্থান দুটিতে টিক চিহ্ন দিন| মনে রাখবেন আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি আলাদা হয় তাহলে তা উল্লেখ করতে হবে| এবং দুই স্থানের  তথ্য আপনাকে দিতে হবে|

২০২৪ সালে নতুন নিয়মে জন্ম নিবন্ধন আবেদন মাত্র ২মিনিটে

অষ্টম ধাপ: জন্ম নিবন্ধন আবেদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এটি| এখানে আপনি যে আবেদনটি করছেন সেটির জন্য সুন্দরভাবে অবগত থাকতে হবে| আপনাকে নিশ্চিত হতে হবে যে উক্ত ব্যক্তির নিবন্ধনের জন্য অন্য কোথাও আর আবেদন করা হয়নি| নতুবা আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে| যা নিজের চিত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে| আপনি যদি নিজেই আবেদন করে থাকেন তাহলে নিজ সিলেক্ট করুন| আপনার বয়স যদি ১৮ বছরের নিচে হয় তাহলে অন্যান্য সিলেক্ট করে আপনার অভিভাবকের বিষয়বস্তু উল্লেখ করুন|২০২৪ সালে নতুন নিয়মে জন্ম নিবন্ধন আবেদন মাত্র ২মিনিটে

নবম ধাপ: আবেদন করার সময় যে ডকুমেন্টস গুলার প্রয়োজন হয় সেগুলো নিচের চিত্রে দেখানোর মত আপলোড করুন| অবশ্যই মনে রাখবেন ডকুমেন্টস গুলোর সাইজ যেন ১০০ কিলোবাইটের বেশি না হয়|

২০২৪ সালে নতুন নিয়মে জন্ম নিবন্ধন আবেদন মাত্র ২মিনিটে

সর্বশেষ ধাপ: পরিশেষে আপনার আবেদনটি সুন্দরভাবে একবার রিভিউ করে নিন| আমরা মাথায় আস্তে আস্তে বানান থেকে শুরু করে সবকিছু চেক করুন| শিশুর পিতা-মাতার সাথে যদি শিশুর নিবন্ধনের কোন তথ্যের অমিল থেকে তাহলে তা পরবর্তীতে বিপাকে ফেলবে| তাই ধৈর্য্যর সাথে সতর্কতার সহিত রিভিউ করে আপলোড করুন|

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য প্রথমেই আমাদের নিচে দেওয়া ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করতে হবে| ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদেরকে একটি নির্দিষ্ট ধাপ অনুযায়ী সামনে এগোতে হবে| ধাপ সম্পর্কে আমরা উপরে সুন্দরভাবে আলোচনা করেছি| ধাপগুলো পর্যায়ক্রমে শেষ করতে পারলে অনলাইনে নিজে নিজে ঘরে বসে জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন|

সরকারি ছুটির তালিকা ২০২৪

উপরের ধাপ গুলো দেখে যদি কোন সমস্যায় পড়ে তাহলে আমাদের কমেন্ট বক্স অথবা মেইল করতে পারেন| আমরা আপনাদের সমস্যা দেখে সমাধান দেওয়ার চেষ্টা করব|

জন্ম নিবন্ধন আবেদন ফরম

জন্ম নিবন্ধন আবেদন ফরমটি তারা এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন| যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন| অথবা নিজে নিজেও মোবাইল ফোন দিয়ে এই লিংকে ঢুকে জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন|

জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড pdf

জন্ম নিবেদন আবেদনের শেষে পিডিএফ ফরমটি ডাউনলোড করা গুরুত্বপূর্ণ| জন্ম নিবন্ধনের আবেদন প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হলো পিডিএফ কপিটি ডাউনলোড করে প্রিন্ট করা| প্রিন্টকৃত  কপিটি পরবর্তীতে কাজে লাগবে| জন্ম নিবন্ধন ফরম ডাউনলোড পিডিএফ কপিটি পাওয়ার জন্য আবেদনের শেষে ডাউনলোড বাটনে ক্লিক করুন|

জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট

উপরে দেখানো পদ্ধতিতে জন্ম নিবন্ধন আবেদন সুন্দরভাবে সম্পন্ন করার পর| একটু পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন| পিডিএফ কপিটি ডাউনলোড করার পর প্রিন্ট করে রাখতে পারেন| মোবাইল ফোন দিয়ে আবেদন করলে পিডিএফ কপিটি ডাউনলোড করে কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করতে পারবেন|

জন্ম নিবন্ধন যাচাই মাত্র দুই মিনিটে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top